রবিবার ২০ জুলাই ২০২৫ - ১৩:০৮
আয়াতুল্লাহ নঈমআবাদীর ইন্তেকালে হাওজায়ে ইলমিয়ার ওস্তাদদের সংগঠনের সভাপতির শোকবার্তা

কুমে হাওজায়ে ইলমিয়ার ওস্তাদদের সংগঠন জামেয়ায়ে মাদরেসিন–এর সভাপতি আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসাইনি বোশেহরি ইসলামী চিন্তাবিদ ও খোবারেগানের সদস্য আয়াতুল্লাহ গুলামআলী নঈমআবাদী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রখ্যাত আলেম, খোদাভীরু ও সংগ্রামী ব্যক্তিত্ব আয়াতুল্লাহ শেইখ গুলামআলী নঈমআবাদী (রহ.)–এর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।

তিনি ইসলামী বিপ্লবের পূর্বে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। বিপ্লব-পরবর্তী সময়ে তিনি বন্দর আব্বাসে ইমাম জামা'আত, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি, এবং তেহরানের পক্ষ থেকে খোবারেগানের সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ইসলামী শাসনব্যবস্থার আদর্শ ও লক্ষ্যের পথে তার সংগ্রাম ও সেবাকে স্মরণীয় করে রাখার মতো।

তিনি একজন জ্ঞানী আলেম, অধ্যাপক, বহু ইসলামী গ্রন্থের রচয়িতা ছিলেন। ধর্মীয় ও সামাজিক সচেতনতায় তার অবদান হাওজা এবং বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই প্রশংসনীয়।

আমি এই প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহভীরু ও বিপ্লবী আলেমের ইন্তেকালে তাঁর পরিবার, প্রিয়জন ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত ও মর্যাদার উন্নতি এবং শোকসন্তপ্তদের জন্য ধৈর্য ও সওয়াব কামনা করছি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha